wamp সার্ভার যখন স্টার্ট হয় তখন বাই ডিফল্ট আমাদের কম্পিটারের পোর্ট ৮০ ব্যবহার করে। কিন্তু অন্য কোন প্রসেস যদি তখন পোর্ট ৮০ ব্যবহার করে তাহলে wamp সার্ভার চালু হতে পারে না, টুলবারে wamp সার্ভারের আইকনটি হলুদ হয়ে থাকে। আপনি এই সমস্যার সম্মুখীন হলে নিচের পদ্ধতি অনুসরন করে সমস্যাটি সমাধান করতে পারেন।
১) wamp সার্ভার চালু করুন।
১) wamp সার্ভার চালু করুন।
২)টুলবারে wamp সার্ভার আইকনে ক্লিক করুন।
৩) এরপর Apache তে ক্লিক করে httpd.conf ফাইলটি ওপেন করুন।
৩) এরপর Apache তে ক্লিক করে httpd.conf ফাইলটি ওপেন করুন।
৪) httpd.conf ফাইলে "Listen" ওয়ার্ড এর পর 80 সংখ্যাটাকে 8081 দিয়ে রিপ্লেস করে দিন এবং সেইভ করুন ফাইলটি।
এখন ওয়াম্প সার্ভার রিস্টার্ট দেওয়ার পর টুলবারে দেখুন wamp সার্ভারের আইকন এর কালার সবুজ হয়ে গেছে, অর্থ্যাৎ wamp সার্ভার সঠিক ভাবে চালু হয়েছে। এখন সার্ভারে ব্যবহারের জন্য আপনাকে শুধু http://localhost এর পরিবর্তে http://localhost:8081 ব্যবহার করতে হবে :)