মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

Change default SwitchCompat Color (Android)

Add the following custom style in styles.xml

<style name="SwitchCompatCustom">
    <item name="colorControlActivated">@color/desired_color</item>
</style>

And then add the style as theme while declaring the switch in xml like following

<android.support.v7.widget.SwitchCompat
    android:layout_width="wrap_content"
    android:layout_height="wrap_content"
    android:theme="@style/SwitchCompatCustom"/>

শনিবার, ২ জুন, ২০১৮

Bit Manipulation Handbook

I have read some quite good blogs and book chapters regarding bit manipulation. And I learned new techniques to manipulate bit in every one of them. So, I decided to gather them in one place to use it as a handbook for future use. As this blog's primary purpose is to get things in one place, it lacks elaborate explanation. Nevertheless, I have added some reference blog links and book name, If anyone wants to know detail explanation. Also, you can ask about any confusions of yours in the comment section, I will try to clear the confusions.

Enough useless talks. Now the good stuffs -

Bit manipulation or Bitwise operations are fast and need less code to write. More importantly, sometimes using bit manipulation can reduce the running time of a program heavily.

Bitwise Operations:
  1.  & (and)
  2.  | (or)
  3.  ^ (XOR)
  4. ~ (1’s complement)
  5.  << (left shift)
  6.  >> (right shift)
Bitwise &, |, ^ operations truth table

0 & 0 = 0 0 | 0 = 0 0 ^ 0 = 0  
0 & 1 = 0 0 | 1 = 1 0 ^ 1 = 1  
1 & 0 = 0 1 | 0 = 1 1 ^ 0 = 1  
1 & 1 = 1 1 | 1 = 1 1 ^ 1 = 0  

~ is a unary operator and it toggle all the bits in a variable.

~1 = 0
~0 = 1

Left shifting means shifting the bits of a variable to the left. For example:

7 << 1 will result 14. How?

Binary of 7 is 111. Left shifting this by 1 results 1110. That is 14.

Left shifting a variable by x bits means multiplying the variable with 2ˣ.
That means “a << x” is equal to “a * 2ˣ

Right shifting means shifting the bits of a variable to right. For example:

7 >> 1 will result 3. Why?

Binary of 7 is 111. Right shifting this by 1 results 011. That is 3.

Right shifting a variable by x bits means dividing the variable by 2ˣ.
That means “a>>x” is equal to “a / 2ˣ

The two shift operators are used with unsigned variables to avoid ambiguity. The result of Shifting Right or Left by a value which is larger than the size of the variable is undefined. The result of shifting Right or Left by a negative value is also undefined.


Order precedence of the basic operators highest to lowest:
  • NOT ( ~ ) 
  • AND ( & )
  • XOR ( ^ )
  • OR ( | ) 

Some Important Facts:

Let X is a single bit, then we can write the following:


  • X & 1 =  X; 
  • X & 0 =  0
  • X | 1 =  1;
  • X | 0 =  X
  • X ^ 1 = ~X; 
  • X ^ 0 =  X

Use Cases:

1) Check if a number is power of 2.

if (a & (a-1)) is equal 0, then a is power of 2
else not

2) Swap 2 integers without using third variable

a = a ^ b
b = a ^ b
a = a ^ b

3) Use while computing %, /, * if the second number (P) is power of 2

N % P = N & (P-1)
N / P = N >> X
N * P = N << X

In the above P is power of 2.

4) Check if i’th bit of a variable ‘x’ is on or off

if (i & (1<<i)) is equal 1 then the bit is on
else off

5) To ON the i’th bit of a variable ‘x’

x = x | (1 << i)

6) To toggle to the i’th bit a variable ‘x’

x = x ^ (1 << i)

7) To OFF the i’th bit of variable ‘x’

first check if i’th bit is on or off. if off then no need to do anything. if on then toggle.

8) OFF all the bits of a variable x except the last n bits

x = x & ((1 << n) - 1)

I will keep updating this use case list of bit manipulation whenever I find one.

And of course, suggesting new techniques will be very much appreciated.

References:


শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

Connect to Oracle Database using PHP

PHP দিয়ে Oracle ডেটাবেজ কানেক্ট করার জন্য প্রয়োজনীয় স্টেপ গুলো নিচে সিরিয়ালি দেয়া হলঃ

১) oracle ইন্সটল করুন এবং চালু করুন। অনেক সময় দেখা যায় oracle ডেটাবেজ স্টার্ট করার জন্য 'start database' আইকনে ক্লিক করলে 'access denied' লেখা আসে। সে ক্ষেত্রে আইকনের উপর রাইট বাটন ক্লিক করে 'run as administrator' এ ক্লিক করলেই চালু হবে।


২) wamp server ইন্সটল করুন এবং চালু করুন। চেক করুন যে ওয়াম্প সার্ভার চালু করার করার পর আইকন সবুজ আছে কিনা। পোর্ট রিলেটেড সমস্যার কারণে অনেক সময় আইকন সবুজ হয় না, তাহলে বুজতে হবে সার্ভার ঠিক মত চালু হয় নাই। এই সমস্যার সমাধান এর জন্য আমি আগে একটা ব্লগ লিখেছি। দরকার হলে দেখতে পারেন।

৩)  wamp সার্ভারের আইকনে ক্লিক করে php তে ক্লিক করে php.ini ফাইল টা ওপেন করুন।  নিচে উল্লেখিত ২ টি লাইন খুঁজে বের করে সামনে সেমিকোলন (;) মুছে ফাইলটি সেইভ করে বন্ধ করে দিন।
extension=php_oci8.dll
extension=php_oci8_11g.dll

৪) এই লিঙ্ক থেকে আপনার পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী instant client download করুন।

৫) ডাউনলোড করার পর instant client ফাইলটিকে C:\wamp\bin\php\phpx.x.x\ext ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

৬) এক্সট্রাক্ট করার পর "C:\wamp\bin\php\phpx.x.x\ext" পাথটি এনভায়রন্মেন্ট ভেরিয়েবলে সেট করুন।

৭) কাজ এখানেই শেষ। এখন কানেকশন ঠিক মত কাজ করতেসে কিনা চেক করার জন্য c:\wamp\www ফোল্ডারে একটি .php ফাইল ক্রিয়েট করে নিচের কোড টি লিখুন।


$conn = oci_connect('Database_name', 'database_pass', 'localhost/XE');
if (!$conn) {
    $e = oci_error();
    trigger_error(htmlentities($e['message'], ENT_QUOTES), E_USER_ERROR);
} else {
    echo "Connection Successful<br><br>";
}


৮) ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost/file_name.php লিখে এন্টার প্রেস করলে " Connection Successful" মেসেজ টি আসবে। 

কোন কিছু না বুজলে নিচে কমেন্ট সেকশানে প্রশ্ন করা যেতে পারে।

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

Chinese Remainder Theorem

ধরা যাক, আমাদের এমন একটা সংখ্যা X বের করতে বললো যাকে কিনাঃ

- ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ থাকে
- ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ থাকে
- ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫ থাকে

এই ধরনের প্রবলেম গুলো "Chinese remainder theorem" ব্যবহার করে খুব সহজেই সমাধান করা যায়, তবে একটা শর্ত হচ্ছে যেই সংখ্যা গুলো দিয়ে ভাগ করা হবে সেগুলো relatively prime হতে হবে মানে যেকোন ২ টি সংখ্যার GCD (Greatest Common Divisor) সবসময় ১ হবে উপরে উল্লেখিত সমস্যায় ২,,৭ সংখ্যা ৩ টি relatively prime. অর্থাৎ এই সমস্যাটিকে CRT দিয়ে সমাধান করা সম্ভব

Chinese remainder theorem এমন একটি সংখ্যা X বের করে, যেখানে X হচ্ছে

X C1 (mod P1)
X C2 (mod P2)
X C3 (mod P3)
.
.
X Cn (mod Pn)

কোন প্রবলেমকে এইরকম অনেকগুলো linear congruence* এর ইকুশেনের একটি সিস্টেম আকার সাজানো গেলে, চাইনিজ রিমাইন্ডার থিওরাম অনুযায়ী X বের করার জন্য নিজের সমীকরণ ব্যবহার করা হয়ঃ

X = B1*X1*C1 + B2*X2*C2 + B3*X3*C3 + …… + Bn*Xn*Cn

এখানে,
Bi = B / Pi   [ i = 1, 2, 3,,,, n ]
B = P1 * P2 * P3 * … * Pn

B1, B2,,, Bn এবং C1, C2,,,,,Cn এর মান প্রবলেমে উল্লেখ করা থাকবে  
X1, X2,,, Xn এর মান বের করার জন্য নিচের সমীকরণটি ব্যবহার করা হয়,যা সকল Bi, Xi এবং Pi এর জন্য সত্য,

          Bi*Xi 1 (mod Pi)   [ i = 1, 2, 3,,,,,n ]

এখন, যেহেতু Bi এবং Pi relatively prime সেহেতুঃ

          Bi*x + Pi*y = 1

এইখানে, x = Xi এবং y যে কোন একটি সংখ্যা

উপরের সমীকরণটি (Bi*x + Pi*y = 1) Extended Euclid Algorithm এর মাধ্যমে সমাধান করলেই আমরা Xi এর মানে পেয়ে যাব
X এর মান বের করার পর নিচের সমীকরণ ব্যবহার করে X এর অসংখ্য মান বের করা সম্ভব,

          X = X ± i*B        [ i = 1, 2, 3. . . . . . ]



আমরা এখন ব্লগের শুরুতে উল্লেখিত সমস্যাটিকে চাইনিজ রিমাইন্ডার থিওরামের মাধ্যমে সমাধান করবো। সমস্যাটিকে ৩ টি linear congruence* ইকুয়েশনের একটা সিস্টেম হিসেবে দেখানো যায় নিম্নোক্ত ভাবেঃ

X 1 (mod 2)
X 2 (mod 3)
X 5 (mod 7)

এখানে, P1 = 2, P2 = 3, P3 = 7 এবং C1 = 1, C2 = 2, C3 = 5

এখন, 'Chinese remainder theorem' অনুযায়ী,

X = B1*X1*1 + B2*X2*2 + B3*X3*5

এখানে,
B = B1 * B2 * B3 = 2 * 3 * 7 = 42
তাহলে,
B1 = 42 / 2 = 21
B2 = 42 / 3 = 14
B3 = 42 / 7 = 6

সুতরাং,   X = 21*X1*1 + 14*X2*2 + 6*X3*5


এখন,

B1*X1 1 (mod P1)
=> 21 * X1 1 (mod 2)
=> 21 * X1 + 2 * y = 1
B2*X2 1 (mod P2)
=> 14 * X2 1 (mod 3)
=> 14 * X2 + 3 * y = 1

B3*X3 1 (mod P3)
=> 6 * X3 1 (mod 7)
=> 6 * X3 + 7 * y = 1

উপরের 3 টি সমীকরণকে, Extended Euclid Algorithm দিয়ে সমাধান করে পাই,
X1 = 1, X2 = -1 এবং X3 = -1

সুতরাং,
X =  21*1*1+ 14*(-1)*2 + 6*(-1)*5
    = 21 – 28 – 30
    = -37

অর্থাৎ -37 হচ্ছে এই সমস্যাটির অনেকগুলো সমাধান এর একটি J
X = X
± i*B, সমীকরণটি ব্যবহার করে আরো অসংখ্য সমাধান বের করা যাবে

Chinese Remainder Theorem ব্যবহার করে আলোর 1319 প্রবলেমটা সল্ভ করা যাবে।

*Linear congruence : এই লিঙ্কে Linear congruence ইকুয়েশন সম্পর্কে জানা যাবে

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

Find the sum of divisors from 1 to n

ধরা যাক, আপনাকে একটা সংখ্যা n দিয়ে বললো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর divisor(1 এবং সেই সংখ্যা বাদে) গুলোর যোগফল বের করতে
যেমনঃ 6 এর divisor গুলো হচ্ছে 2, 3 যোগফল হচ্ছে 5
এখন n এর মান যদি 6 হয় তাহলে উত্তর হবে 0+0+0+2+0+5 = 7 যেহেতু 1, 2, 3, 4, 5 ,6 সংখ্যাগুলোর divisor গুলোর যোগফল যথাক্রমে 0, 0, 0, 2, 0, 5

O(n) solution:
এই প্রবলেমটার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে 1 থেকে n পর্যন্ত একটা for লুপ চালিয়ে প্রত্যেকটি i এর জন্য (floor(n / i) – 1) * i বের করে যোগ করা এইখানে floor(n/i) এর মাধ্যমে বের করা হচ্ছে 1 থেকে n পর্যন্ত কতগুলো সংখ্যা i দিয়ে divisible.
যেমনঃ 6/2 = 3, এর মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 3 টি সংখ্যা (2, 4, 6) 2 দিয়ে divisible.
আর floor(n/i) থেকে 1 বিয়োগ করা হচ্ছে কারণ divisor হিসেবে নিজেকে নেয়া যাবে না অর্থাৎ এখানে 6 এর divisor হচ্ছে শুধু 2 এবং 3

O(n/2) solution:
উপরের সলুশনের ক্ষেত্রে আসলে n/2 পর্যন্ত ফর লুপ চালালেই আমরা সলুশন পেয়ে যাব কারণ n/2+1 থেকে n পর্যন্ত সংখ্যা গুলো নিজেদের ছাড়া 1 থেকে n পর্যন্ত অন্য কোন সংখ্যার- divisor না



O(sqrt(n)) solution:
আমরা আগেই দেখেছি, যদি floor(n/i) = x হয় এর মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত নিজেকে ছাড়া x-1 টি সংখ্যা i দ্বারা divisible. উল্টাটাও কিন্তু সত্য, মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত নিজেকে ছাড়া i-1 টি সংখ্যা x দ্বারা divisible.

ধরা যাক, n = 30 1 থেকে 30 পর্যন্তু সংখ্যাগুলোর divisor (1 এবং নিজেকে বাদে) গুলো নিচে দেয়া হলঃ
1 –                                                                       
2 –                                                          
3 –                                                                       
4 – 2                                                               
5 –                                                                
6 – 2, 3                                                        
7 –                                                                        
8 – 2, 4                                                  
9 – 3                                                                     
10 – 2, 5  
11 --           
12 – 2, 3, 4, 6   
13 --             
14 – 2, 7
15 – 3, 5   
16 – 2, 4, 8
17 -- 
18 – 2, 3, 6, 9  
19 -- 
20 – 2, 4, 5, 10    
21 – 3, 7          
22 – 2, 11         
23 --
24 – 2, 4, 6, 12
25 -- 5
26 – 2, 13
27 – 3, 9
28 – 2, 4, 7, 14
29 --
30 – 2, 3, 5, 6, 10, 15

floor(30/2) = 15, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত 2 টি সংখ্যা 15 দ্বারা divisible, নিজেকে বাদ দিলে 1 শুধু একটি সংখ্যা(20) 15 দ্বারা divisible
আবার floor(30/3) = 10, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত নিজেকে বাদে 2 টি সংখ্যা (20, 30) 10 দ্বারা divisible

এখন একটূ খেয়াল করলে দেখা যাবে যে, floor(30/3)+1 = 11 থেকে floor(30/2) = 15 পর্যন্ত 5 টি সংখ্যার (11, 12, 13, 14, 15) প্রত্যেকটি 1 থেকে 30 পর্যন্ত 2 টি সংখ্যার divisible 
একইভাবে floor(30/4)+1 = 8 থেকে floor(30/3) = 10 পর্যন্ত 3 টি সংখ্যার (8, 9, 10) প্রত্যেকটি 1 থেকে 30 পর্যন্ত 3 টি সংখ্যার divisible

অর্থাৎ, floor(n/i) + 1 থেকে floor(n/(i+1)) পর্যন্ত সংখ্যাগুলোর প্রত্যেকটি 1 থেকে n পর্যন্ত i টি সংখ্যার divisible

তাহলে, আমরা আসলে 1 থেকে sqrt(n) পর্যন্ত ফর লুপ চালালেই সলুশন পেয়ে যাচ্ছি
Code:                   


for(i=2; i <= sqrt(n); i++) {
 ans = ((n/i) - 1) * i;
 
 temp = n / i;
 if(temp > i) {
  a = n / (i+1);
  b = n / i;
  sum1 = (a * (a+1)) / 2;
  sum2 = (b * (b+1)) / 2;

  ans += (sum2 - sum1) * (i - 1);
 }
 
}

এই ব্লগটা খুবই তাড়াহুড়ো করে লিখা, তাই ঠিকমত সবকিছু গুছায়ে বলা হয় নাই তাছাড়া এইটাই আমার ফার্স্ট ব্লগ, তাই পড়ে কিছু না বুজলে আমার কিছু করার নাই :p  আর যদি বুজতে পারলে আলোর (lightoj.com) 1098 নাম্বার প্রবলেমটা সল্ভ করা যেতে পারে, কোড তো দিয়াই দিলাম :p

তবে আশা করি, সামনে আরো সুন্দর করে সময় নিয়ে নিয়মিত ব্লগ লিখব :D